হালকা শীতের পরশ গায়ে নিয়ে নতুন বছর এগিয়ে আসছে তার আগমনী বার্তা নিয়ে।
আর প্রতি বছরের মতোই BHS ’95 আগামী ১১ জানুয়ারি, ২০২৬ সমাজের দুঃস্থ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াতে আয়োজন করেছে শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্য শিবির।
এবারের আয়োজনে—
প্রায় শতাধিক মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে।
প্রায় একশত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হবে।
স্থান: কল্যাণপুর মৈত্রী সংঘ প্রাঙ্গণ (কল্যাণপুর স্টেশন ও কোটালপুর স্কুলের নিকটে), কল্যাণপুর, দক্ষিণ ২৪ পরগণা
স্থান সৌজন্য ও প্রচার সহযোগী - কল্যাণপুর মৈত্রী সংঘ
আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা আমাদের উৎসাহ জোগায়।
প্রতি বছরের মতো এবারেও আপনাদের আন্তরিক উপস্থিতি কামনা করি।
আর্থিক সহযোগিতার জন্য আমাদের ব্যাংকের বিবরণ:
Bank Name: Indian Bank (Baruipur Branch)
Account Name: Baruipur High School 95 Batch (BHS 95)
Account Number: 6673317055, IFSC: IDIB000B140
উল্লেখ্য, আমাদের সংগঠন আয়কর দপ্তরের কর আইন, ১৯৬১ অনুযায়ী ৫০% আয়কর ছাড়-প্রাপ্ত।
গত সাত বছরের নিরলস সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ BHS ’95 ভারত সরকারের আয়কর দপ্তর হতে 80G শংসাপত্র লাভ করেছে।
আমাদের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন—
ওয়েবসাইট: http://bhs95.in/,
ফেসবুক পেজ: Baruipur High School 95 Batch
ধন্যবাদান্তে,
হিমাদ্রী শুভ্র কুন্ডু
সভাপতি, BHS '95
#highlight #followerseveryone #socialawareness
@top fans
Share with Friends